তুমি নেই জানি,
আজ প্রভাতে রবির উজ্জ্বলতা দেখিনি!
হাতের পরশে আজ তোমাকে পাইনি,
তবু আজ অন্তরে মননে শুধুই তুমি।
আজ দেখি-
তুমি যেন গতিশীল এক কথামালা,
শব্দমালার মাঝে তুমি প্রাণময় গীতমালা।
জানো কত কথা বলার ছিলো মনে,
কিন্তু রবি এখন যে গেছেন অস্তাচলে।
তাই কলমের ছোঁয়ায় তোমার স্মরণ,
জানি তুমি আমাদের কাছে আছো-
সারস্বত সাধনায়,
তুমি যে আমার মনে ধমনীর শিরায় শিরায়।
@সংরক্ষিত