আজ প্রতিজ্ঞা দিবস..,
মানব সমাজের এক মহান বিশ্বাস।
হৃদয়ের স্থায়ীত্বে ভালোবাসার বন্ধন,
সম্পর্কের অটুট আবেদন ।
দেখি প্রতিজ্ঞার পদস্খলনের ইতিহাস,
পাতায় দেখি আত্মগৌরবের প্রয়াস।
মহাকাব্যের পাতায় পাতায় তার পরিচয়,
প্রতিশ্রুতির লুন্ঠন সমাজে অবক্ষয়।
দেখি প্রতিজ্ঞার অগ্নি বা সলিল সমাধি,
মুখোশের আড়ালে দূর্মতি দুর্নীতি।
সবখানে প্রতিজ্ঞাবদ্ধ রাজনীতি,
স্বার্থ সমাপনের পর প্রতিজ্ঞার আহুতি।
প্রতিঘাত প্রতিহত করতে অপারগতা,
প্রতিজ্ঞার প্রতিশ্রুতি রাখায় বিমুখতা।
প্রতিজ্ঞার পালনের ইতিহাস আছে,
সত্য ত্রেতা দ্বাপর কলির কালের কাছে।
আজও দেখি প্রতিজ্ঞার অর্থ বা বিপরীতার্থক,
কখনো প্রেমে কখনো জীবনে....,
শুধু প্রতিজ্ঞার অনড় বাঁধন দেখি মাতৃত্বে।
তবু অন্ধকার রাতে অবিশ্বাসের আগুনে,
পুড়ছে মানুষ সব ভুলে প্রতিজ্ঞার পদস্খলনে।