মন্দিরে পাথর হয়ে যায় ঈশ্বর,
ভগবান ভক্তের বিশ্বাসে অবিনশ্বর,
তবু মানুষের মনে পাথরের সমান ভর।
মাটির মূর্তি পূজায় কত দেখি আড়ম্বর,
বিশ্বাসের অবলম্বনে মানুষ হয়েছে অমর।
কোথাও আকার নিরাকারে দেখি গহ্বর,
সময় শিখিয়েছে নাম খ্যাতির বহর।
দিয়েছে স্বপ্নের ইচ্ছাপূরণ আর ঘর,
যাবার সময় সব হয়ে যায় নশ্বর।
নাম খ্যাতি পরিচয়ে সবাই ঈশ্বর,
পরিশেষে সন্তুষ্টির অভাবে চির অবসর,
মাটির বা অনলে মেশে গিয়ে অন্তিম প্রহর।
মানুষ যতই করুক প্রকৃতির অনাদর,
সময়ে পরিবর্তনে ধূলিসাৎ সব সমাদর।