জীবন এক শব্দময় গতিময়তা
ঠিক যেন শব্দমালার খেলা,
আছে চঞ্চলতার উদ্দামতা
আর আছে স্থবিরতার নিস্তব্ধতা।
জীবন এক সফলতার নাম,
মহাকাশে রকেটে চাঁদের হাট।
কোথাও বিফলতার নামে,
পথের ধারে পড়ে থাকা ফুটপাত।
জীবনে দেখি ভালোবাসার প্লাবন,
আবার সাহেব বিবি গোলাম।
কোথাও স্বজনপোষণের ছায়া,
নিশ্চয়তা অনিশ্চয়তায় ঢাকা।
জীবন সুখ দুঃখের দাবার ছক,
সবাই ঘাঁটি সাজায় জিতবে বলে।
চাল শুধু থাকে নিয়তির হাতে,
কেউ জানে না এক চালে,
কখন হবে কিস্তিমাত।
আসলে জীবন মেঘে ঢাকা তারা,
কখনো দেখে কালবৈশাখীর সর্বহারা,
কখনো স্বর্নালী রৌদ্রজ্জ্বল আনন্দমেলা
জীবন মানে মেঘে ঢাকা তারা।