তোমার হাতে দোয়াত কালি,
পূজার ফুলে আজ বীনাপানি।
পাড়ার পাড়ায় তোমায় ডাকা,
মাটির ঘরেও তোমাকে চাওয়া।
ইস্কুলে কলেজে তোমায় দেখা,
মূর্তি পূজায় শুধু নাইবা রাখা।
দূরদূরান্তে কই কাগজ কলম,
ইচ্ছে হলেও নেই পাঠের বপন।
কাজের তাগিদে ছোট্ট ওই শিশু,
পড়া বন্ধ করে যায় শ্রমের পিছু।
আজ শ্রী পঞ্চমীর এই পুণ্য দিনে,
এসো সাজাই সবাই স্বপ্ন মনে।
কল্পনা ছুটে যাক আলোকবর্ষ দূরে,
আশায় ডাকি মাকে করজোড়ে।
এইটুক শুধুু আসা মনে বাঁচিয়ে রেখে ,
যেন দোয়াত কলম পায় সকলে দেশে।
সর্বশিক্ষা শুধু নামে না বেঁচে ,
সাক্ষর পূর্ন হোক আমার দেশে।