বসন্ত উৎসবে,
হৃদয়ের রামধনুর রঙে সাজে।
মনের মন্দিরে নিভৃতে প্রেম জাগে,
আমার ললাট মুখে অন্তরে তোমার পরশ পেতে,
বসন্তের আগমনে ভালোবাসার প্রদীপ হৃদয়ে জ্বলে।
চারিদিকে ধোঁয়া,
অগ্নুৎপাতের অভিসম্পাত দেখে,
বারুদের গন্ধ ঘ্রাণে হৃদয় শোকে কাঁদে..
শিশুগুলো শুধু লাল রঙ মেখে জীবন দেখে,
বসন্তের রঙ ওরা পাবে না কোনদিন রঙ মেখে।
পৃথিবীর বুকে,
নির্যাতনের ইতিহাস সব ভুলে..
রঙের উৎসবে আনন্দে মানুষ সব ভোলে,
ধর্ম জাতি বর্ণ ভুলে এক রঙের হোলি খেলে..
হিয়ার মাঝে ছবি আঁকে রামধনুর রঙের বারিধারা।
শতাব্দীর প্রাচীন,
বসন্ত উৎসবে সৌহার্দ্য সম্প্রীতিতে...
মানুষের হৃদয়ে একতার ভারতবর্ষ আঁকে,
নাই বা হোক লাল রঙ শুধু লোহিতে কণার নামে
ছবি আঁকুক গোলাপ জলে বসন্ত উৎসবের সমাগমে।