অবুঝ মনেরা নষ্ট করে পুরুষ,
যেমন পর্বতচুড়োয় উঠতে থাকে অঙ্কুশ।
পড়ে থাকে... থাকুক ।
ছেঁড়া ছবিগুলো স্মৃতিপটে !
ছড়িয়ে ছিটিয়ে মাটিতে,নিকটে-
মনে ফেলে কালশিটে।
সমগ্ৰটা পাওয়াটা সীমাহীন প্রায়,
যেমন সমুদ্রকে জানা রহস্যময়।
পড়ে থাকে.. থাকুক।
মন অতীতকে আঁকড়ে মরে !
মুখোমুখি ঘৃণা ভালোবাসার হাত ধরে-
শেষ যদি একটা চেষ্টা করে ।
ভাবি নিজেকে সরিয়ে নিলে হয় !
অবিশ্বাস, চঞ্চলতা পরিহার করতে প্রায়-
ওরা সকলের চেয়ে বেশি অবুঝ হয়।
সমগ্ৰটা পাওয়াটা সীমাহীন প্রায়,
যেমন নারীকে জানা রহস্যময়।
তাই যদি পড়ে থাকে.. থাকুক।