হয়তো সামাজিক দায়বদ্ধতা,
না হয় একটু অনাথ অসহায়দের সহযোগিতা।
দেখি পাশে থাকার অনেক লোক,
ভালো লাগে যখন দেখি তাদের আবার-
কারো কবিতার বা কারো সাহিত্যের জোঁক।
সমাজের আজ ক্ষতিগ্রস্ত নানা ভাবে,
সেদিকে কিছু লাগবে প্রলেপ অনুভবে।
ভালো লাগে- কিন্তু একি !
খুব কষ্ট হয় যখন দেখি,
ফেসবুকে ভিডিও ছবির হচ্ছে প্রচলন,
বুঝি এসব করে আসলে করছে কি ?
যখন দেখি সবার
কানে হেডফোন আর গ্ৰুপের বিজ্ঞাপন।
কি আর করা যাবে ?
টিকে তো থাকতে হবে,
লেখা নাইবা হোক-
অসহায়দের পাশে তো আছি ভিডিওতে ছবিতে,
এর থেকে জনপ্রিয়তা তো পেতে পারি।
আমরা কি নির্বোধ ?
ভুলে গেছি সব পুরানো কথা,
শুধুই আত্মপ্রচার করে হবো আত্মহারা।
ওরা অবোধ কেউ ছিলো না হয় অনাহারে,
কেন করবো না সবকিছু চুপিসারে।
হায় আমরা করছি-
সমাজ সেবার শঙ্খধ্বনি।