ভাঙবো গড়বো স্বপ্ন বারে বারে
চড়বো করবো জয় শৃঙ্গ তোমারে
জিতবো ভাগ্য বিধিতাকে মনে রেখে
উড়বো অসীম আকাশে তোমাকে নিয়ে
দেখবো স্বপ্ন তোমাকে সাথে করে ।
করবো খর্ব তোমার উচ্চতাকে
দেখবো শৃঙ্গে চড়ে পৃথিবীটাকে
ভাসবো তোমার সঙ্গে নীল আকাশে
দূর্গম গিরি লঙ্ঘিব সবাই মিষ্টি হেসে ।
নতুন জীবন গড়বো তোমার সাথে করে
আনন্দ নাচে আমার আজ মনেপ্রাণে
দিগন্তের মাথায় লুকিয়ে দেখবো সূর্যটাকে
উন্নিত মোর ইচ্ছা তোমার সমাদরে।