শারদীয়ার দশমীতে দেবী গমনে আজ মন ভারাক্রান্ত
প্রাতঃকালে জেগে ওঠায় ছিল শুধু ক্ষণিকের সান্ত্বনা
মনের আশা আসছে বছর আবার হবে শুনতে পাওয়া।
দেখেছি বিসর্জনের রমরমা রোশনাইয়ে সবার হাঁটা
আর পরবের একত্রে রাজপথে হেঁটে চলা ।
বিজয়াতে যেন সব আনন্দের এক আকাশচুম্বী ভালোলাগা
সম্পর্ক,সম্প্রীতির,সৌহার্দ্যের,প্রেমের একত্রে পথে চলা।
কত সম্প্রীতির বিজায়ার মঞ্চের সবাইকে হাসতে দেখা
ভয় হয় বিজয়ার শেষে যদি আবার দেখি ধর্মান্ধতা
লোহিত স্রোত কিম্বা বয়ে আশা অগ্ন্যুৎপাতের লাভা।
সুজলাং সুফলাং মলয়জশীতলাং শস্যশ্যামলাং মাতরম্ ভুলে,
আবার আগমনীর সব আনন্দের ঘটবে অবসান ।
মনে মনে বলে উঠি হে দেবী দুর্গতনাশিনী শক্তি দাও
ধর্মান্ধতার অসূর নিধনে মানব ধর্মের প্রতিষ্ঠাতে
জগতের শান্তিলাভে বিজয়ার সম্প্রীতিতে।