সবার উপর মানব ধর্ম
নাহি বড় হিন্দু,মুসলমান,
রক্তরাঙা করেছে যারা
সমাজ ভাঙার কাজে,
চরম পাপের অগ্নিশিখা
তাদের দূষিত করে।
যে ধর্ম বিভেদ শেখায়
মানুষ ও মানবতার মাঝে
ভালবাসাকে দূর করে
আসমা,অসীমাদের ঘরে।
মানি না ওই ধর্ম আমি
রক্তের বিনিময়ে চারিদিকে
অন্যায় ওই শোকের ছায়ায়
যারা মুখ লুকিয়ে রাখে।
দিবারাত্রের ওই সূর্য,তারা
আকাশ ভরা চন্দ্রিমা যখন
উজাড় করে তার ভালবাসার আঁচল ,
আসমা,অসীমা মুখে খুসীর ছোঁয়া
ভালোবাসার বসুন্ধরা ।
যারা ধর্মের নামে ব্যবসা করে
মানবতাকে ধংস করে
কি পেলো ওই দালালের দল
শুধুই আপনদের রক্তের হোলি খেলে
অধর্ম ধর্মকে কলুষিত করে
তাদের ওই হীন কর্মফলে ।
কবে আবার রাম রহিম
আপন করে নেবে আবার
আসমা,অসীমাদের হাসি
এক সুরে গাহিবে
আবার মোরা হিন্দু,মুসলিম
ভাই ভাই।