ছলের আশ্রয়ে পরিচয়,
আত্মবিসর্জনে অবক্ষয়।
সুপ্ত বাসনা মনে..
প্রেমের মিথ্যা বিলাপ করে।
দেখা শোষন নীতির ইতিহাস,
কোথাও বঞ্চনা পরিহাস।
লিঙ্গের প্রবঞ্চনা হাসে দুইদিকে,
বিচার নীতি একপেশে।
অগনতি মানুষের ক্ষোভ,
দানা বাঁধছে দূর্ভোগ।
গহন মনে ফুটছে লাভা,
কোথাও মন দিশেহারা।
হায়নার হাসি ছিনিয়েছে সুখ,
সামনে মিথ্যা অধিকারের মুখ।
হারিয়েছে প্রেম তার প্রকৃত মানে,
আত্মসমর্পণের মিথ্যা মনে ভুখ।
ক্ষমতার অপব্যাবহার চারদিকে,
আইনের নিয়মের ফাঁকে,
মিথ্যা অধিকার প্রবঞ্চনা ডাকে।
নিয়মের বাঁধা নীতি,
আজ দেখছে হায়নার হাসি।