কত কথা বলেছিলে আমার কানে কানে
রজনী অন্ধকারে হৃদয়ের অন্তরে গোপনে ।
তোমার কি মনে নেই জিগাই স্বপনে
নিশিথ রাতে বুকের মাঝে প্রেম অন্তরে কাঁদে।
ঘুম ভেঙেছে দীপ নিভেছে আমার উচ্ছাসে
স্বপ্নে দেখা তোমার ছোঁয়ার পরশ ছুটেছে মনে ।
বাদল দিনের খোলা আকাশের নীচে শুয়ে
বারিধারা ভেজায় আমার হৃদয়ের অগ্নি নিশ্চুপে।