আজ বাদল ধারা ঝরে মেঘের চাপে,
সারাদিন বারিধারা ভেজায় নিম্নচাপে।
ঘনকালো মেঘ ভ্রুকুটি নাচিয়ে বেড়ায়,
আপন খেলার ছলে অছিলায় ।
সাইক্লোনের সতর্কতা জারি দেখি নিয়তির হাসি,
ক্ষুদ্র মানবের অক্ষম যেথা প্রকৃতি বিনাশকারী।
ঝড়ের পূর্বাভাস চারিদিকে অন্ধকারে রাত,
বন্ধ সব পাখির কলোরব বয়ে আনে স্থবিরতা
কি জানি জানায় আশঙ্কার অশনির সংকেত।
দেখি মাটির সেঁধো গন্ধের প্রবল হাওয়া,
গাছের মস্তকের কুর্ণিশে আচ্ছাদন ঝরে যাওয়া।
শোক মৎস্যজীবীর হাহাকারে কৃষকের কান্নাতে,
দেহ সমাধিস্থ ভিটেমাটি ভাঙ্গনে বৃক্ষ চাপে
উৎসৃঙ্খল ভ্রান্তির পুরঁজন দিশাহীন প্রলয়নাচে।
নিম্নচাপে নিমজ্জিত গৃহস্থের অচলা জীবন,
অশ্রুজলের বারিধারায় হয় স্বপ্নের অস্তাচল।
দিগন্তে চেয়ে থাকা কখন হবে উদিতার উদয়,
আলোক মেলায় প্রকৃতির ভারসাম্য হবে সদয়।