যদি প্রেম না ছিলো মনে,
কেন রাতের আকাশে মন দিলে ?
তোমার কানে আমার প্রাণে,
কেন ঘুমন্ত আগ্নেয়গিরির জাগে ?
কেন ভোরে ছবির কথামালা দিলে...?
যদি প্রেম না ছিলো মনে,
তবে সময়ের স্রোতের কেন ভাসো ?
ঢেউয়ের উদ্দামতা কে আগে জানো।
হৃদয়ে আঘাত যার বিষ ঢালো,
প্রেমের আগুনে তা পুড়ে গেল।
শুধু এইটুকু জেনে রেখো..
যত হৃদয়ের গোপন কথা ছিলো,
আজও জানায় কানে কানে বলো ।