নীরবতা বড্ডো ভাবায়,
অনেকটা মৃত্যুর যন্ত্রনায়।
ভাঙা ভিটে লম্পের আলোতে ছিল অধ্যয়ন,
স্বপ্ন ছিল প্রথম পরীক্ষা করবে অতিক্রমণ।
আনন্দের ছিল সকালের স্কুল,
আনবে প্রবেশ কার্ড ফিরবে কপাল।
ইস্কুলের হিসেবে শেষ সাড়ে তিনশো টাকায়,
আটকে গেল স্বপ্ন বানিজ্য চাকায়।
হলো মৌলিক অধিকার ক্ষুণ্ন,
জীবনের চরম গতিপথ স্বপ্ন ছিন্ন।
সর্বশিক্ষা অভিযান কি বন্ধ ?
ইস্কুলের ব্যবসায় করলো অবরূদ্ধ।
আসলে শিক্ষা মুক্ত স্রোতের ধারা,
এতো সেই নুড়ি পাথরের শুকনো চড়া।
আর অভিশপ্ত আশ্বাস বছরে শেষ,
কাটবে এই নিঃস্তব্ধ নীরাবতায় ক্লেশ।