গত বাইশটি ঋতুচক্রে গাছটির সবকিছু ছিলো,
কখনো বৃষ্টি বেশি পেয়েছে-
কখনো আগুনের তাপে পুড়েছে ওর মন,
বসন্তের আবেশ কম বেশি ছিলো ।
কিন্তু প্রকৃতির দেওয়া পোড়া দাগগুলো স্পষ্ট !
রোজ চেষ্টা করেও মুছে যায়নি,
আজও ওর চারিপাশে সুষ্পষ্ট ।
কারণ একটাই..একটা
অবুঝ প্রকৃতির শুধুই খামখেয়ালী পথে হাঁটা,
আর হোঁচট খাবার পথ প্রশস্ত করে বাঁচা
বোঝেনি কোনোদিন সংরক্ষণের জোয়ার-ভাটা।
গত বাইশটি ঋতুচক্রের সবকিছুই ছিলো,
তবু গাছটির অস্বীকার এখন বৃষ্টিতে ভেজা ।
হারানো বসন্তের চাঁপা ফুলের গন্ধ পাওয়া
বুঝতে হবে অনেকগুলো ঋতুচক্র বাকি ছিলো।