চারিদিকে কম্পিত ভূমি,
ফাটলের মাঝে ভরাডুবি।
অসঙ্গতির ভারসাম্যহীন মাটি,
মহাপ্রলয়ের নিদারুণ অনুভূতি।
ভঙ্গুর সব ইতিহাসের সৃষ্টি,
অছিলায় ছুঁড়ে ফেলা স্থিতি।
মহাদেবের নটরাজ মূর্তি দেখি,
ধংসের অবগাহনে মৃত্যুর হাতছানি।
গতি আর ক্ষতির ব্যাপ্তি কতশত,
ভয় মনে দোলা দিচ্ছে প্রতি নিয়ত।
প্রকৃতির প্রলয়লীলা চলে অবিরত,
জীবন সব মাটির নীচে অন্ধকারে স্থিত।
কম্পন অনুভব মানুষের আজ মনেপ্রাণে,
সৃষ্টি নিয়ে খেলায় প্রকৃতির প্রলয় খেলার ছলে।
প্রেম ভালোবাসা সব মানুষের স্বার্থ দখলে বাঁচে ,
প্রকৃতিকে নিরাশার আঁধারে ফেলে রাখে।