হয়তো আমরা দুজনা আজ আছি দূরে,
পথচলা একসাথে দুটি মনের ছোঁয়ায় হাত ধরে।
শব্দের আলোকছায়ায়-হৃদয়ের ব্যাকুলতা অন্তরে।
ইচ্ছে কখনো দক্ষিণে-কখনো উত্তরে বয়ে যায়,
হাওয়া বদলায় মনে ঋতুর আঙ্গিনায়।
আমারাও আছি আপন ছন্দের গতিময়তায়,
সব প্রতিকুলতা আছে সাথে অভিমানী মেঘ হয়ে।
আছে শব্দবানের নিষ্ঠুর খেলাও,
কখনো আগুন জ্বলে,
কখনো বরফও গলে।
তবে জেনে রেখো একটি কথা মনে,
জীবনের কোন এক দিনে-
যদি বয়ে আসা ঝড় জীবনে অভিশাপ হয়ে ওঠে?
তুমি দেখবে না আর রাধিকা বিলাপ।
জানবে এই পৃথিবীর-
কোনখানে এই দুটি হাত বাড়ানো থাকবে-
শুধুই তোমার জন্য চির অপেক্ষায়।
তাই বলি আমি-
জীবনকালে যা কিছু পারিনি দিতে,
থাকবো প্রতিক্ষায় দিতে মরণের পরেও-
শেষ সীমানায়।