অহংকারের ইতিবৃত্ত পূরানে লেখা,
অহংকার যখন দেখি ঠিক যেন মনে হয়,
কারো কাক হয়ে ময়ূর হবার স্বপ্ন দেখা।
আপন গরিমা অপরের মুখে যথার্থ শোনায়,
নিজ অহংকারের পদস্খলন দেখি,
ইতিহাসের পাতায় পাতায়।
অহংকার জগতে সমষ্টিগত ভালো,
দেশের ভালো,দশের ভালো,
একের জন্যে তমসাচ্ছন্ন কালো।
মুক্ত বায়ু, মুক্ত সূর্য চন্দ্র তারা আকাশ ভরা,
দেখি না অহংকারে ভরা মন দিনের শেষে,
ঘুমের দেশে অহংকার অস্ত যায় অবশেষে।
অহংকার আজ কালিমালিপ্ত সকল প্রেমে,
করে আত্মার চির অবক্ষয় হৃদয়ের মাঝে।
অহংকার থাকা ভালো আত্মসহনশীলতায়ে,
আপন অহংকার পরিত্যার্যের বিনিময়ে ।