এখন সবুজের মাঝে আমি,
শুধু দুচোখ ভরে তোকেই দেখি।
প্রতিটি পাতার স্পর্শে যেন পাই-
তোর ছোঁয়ার স্পন্দনের অনুভূতি।
ভোরের কুহুতান শুনে আঁখি খুলি,
পূবের আকাশে উষ্ণতায় তোকে খুঁজি।
দেখিস ঠিক-
কোন একদিন হারাবো আমি,
তোর মনের গহনে অন্তরে-
শীতলতার পরশ বুলিয়ে তোর দেহ মনে।