জানো,
এবার সবার..
বাঁদর খোঁজা পালা,
শুনেছি তিন বাঁদরের কথা।
দেখতে শুনতে বলতে তাদের মানা,
মানুষ শ্রেষ্ঠ প্রাণীর তকমা নিয়ে বসে,
তিন বাঁদরের কথা মনের অন্ধকারে পচে মরে।

জঙ্গলে গ্ৰামে শহরে বাঁদরের নিত‍্য খোঁজ চলে,
জনগণ হন‍্যে হয়ে ঘোরে মাঠে ঘাটে..  
হঠাৎ দেখা এক বাঁদরের সাথে,
কাজকর্ম বিহীন জীবনের পথে,
সৎ বেকারত্বের তকমা..
নিয়ে জীবন,
কাটে ।