সকালবেলায় অফিস যাবার তাড়া,
নিত্য ব্যস্ততার মধ্যে ট্রেনে চড়া।
আপের ট্রেনে কেউ বা ডাউনে চেপে চড়ে,
সকাল থেকে কেউ বা শুধু অপেক্ষায় বসে থাকে ;
সময়মতো টিকিট না কেটে ট্রেন মিস করে।
সারাদিন ট্রেন ছোটে ভরা মানুষের মাঝে,
কামরাতে দমবন্ধ সবাই ভিড় সামলাতে।
নিত্য পথের যাত্রী সকল মেলে,
দেশ দুনিয়ার অফিসের আলাপের সাথে।
ভাষণে আর বিশেষজ্ঞ সবাই,
রাজা উজিরের সর্বনাশ তাই।
দরজাতে বাদুড় ঝোলা দেখি,
কামরায় পাইকারি ম্যাজিকের বাকী।
নামার সময় যত করি লাঠালাঠি, ও
কারো হয়তো পকেটের ব্যাগ খালি।
ট্রেন জীবনে সময়ের মূল্য শেখায়
তাও অনিয়মের জীবন সব কাঁদায় ।