চারটে হাত আর দুটো হৃদয়,
সমান্তরাল রেখার টানে..
উজানের স্রোতে ভাসে,
সমুদ্রের ফেনাগুলোর ডাকে।
সকালে প্রত্যহ জীবনে হাঁটে,
কিছু স্ক্রিপ্টের সন্ধানে...
লেখা হয় মনের পাতায়-
খাতায় কলমে কিছু লেখে।
জীবনের অর্থ খোঁজে...
গভীর ভালোবাসা জাগে,
রাতের আকাশে চাঁদের আলোতে ।
উওর আর প্রশ্নের সম্মুখীন দূজনা,
জীবন মুক্ত যেন এখুনি প্রাণ পাবে,
বিরহের হৃদয় দুটিতে স্ফুলিঙ্গের বিচ্ছুরণ..
চারটে হাত আর দুটো হৃদয়,
সমান্তরাল রেখার টানে ছোটে।
ভালোবাসা পরিচয়ের খোঁজে,
স্ক্রিপ্টের শেষে লেখা...
ভালোবাসা মনে হৃদয়ের মাঝে,
প্রতিটি বিন্দুতে মনের কাছে।
প্রতিক্ষায় অবসাদে..
আনন্দে শুধু দুজনে বলো,
ভালোবাসাকে ভালোবাসি।