একটা চারা গাছ এখন মহীরুহ,
কাছে আসলে শুধু দরকারে জল চায়।
মগ্নশিকড় আলিঙ্গন করে অন্ধকারে
স্বাধীন হতে চায় ।
ইচ্ছে চৌকাঠ ভেঙে স্বাধীনতার,
এতদিন ফুল,ফল,ছায়া মগ্নশিকড় নাই বা দিক
বলে নিজের ভবিষ্যৎ গড়বে আপন গরিমায় !
ভুলে যায় তার পরিসরের ব্যাপ্তি ,
ভুলে যায় আপন খামতি।
সবকিছুই পুড়িয়ে দেবার ইচ্ছা
তবু একটা মগ্নশিকড় ছেড়ে আসার নেই উপেক্ষা !
©® সঞ্জয় কুমার মুখোপাধ্যায়