কেমন আছো তুমি ?
জানো সব কিছুতেই এখন দেখি পরিবর্তন-
একটা প্রস্তরযুগ হতে এখন মানুষের মন।
জানি কখনো অবরুদ্ধ নদীও হয় গতিশীল,
খালি চাই কিছু বানানো পথের মিল।
জানো এখন আমার..
এক বস্তা পাথর পিঠে চাপা,
মনে দম বন্ধ করা কত না বলা কথা।
দুই দিকে অসমান্তরাল রেখা-
রোজ প্রবাহমান অসমাপ্ত রেখে যাওয়া বোঝাপড়া।
প্রশ্ন করি - কেটেছে এতগুলো বছর..
এখনও জীবনে পাই নি কেন-
এমন কোনো একজন প্রিয় আপনজন ?
যে আমাকে বুঝবে নিজের মতো করে
যেমনটি নদীটি বোঝে তার জোয়ার ভাটা।
জানো তুমি..
আমার চারপাশ এখন অশান্ত-পরিশ্রান্ত,
শুধুই দেখি তোর তর্জনীতে উপবিষ্ট তোমার সুদর্শন।
যা করছে আমাকে অবিচারের শাসন,
কোথায় সেই অশুভ দুষ্টের দমন ?