অনন্ত আকাশের মাঝে আমি শিখেছি নিজেকে খুঁজে নিতে
মহকাশের মিলনমেলার অন্ধকারে অমৃতাংশুর আলো মেখেছি অনুতাপে
আমার সারা দেহে পুড়েছি সৌর দহনতাপে ।
কলুষিত বক্ষের ক্ষত নিয়ে আবর্তনে দেখেছি বিবর্তনের সমাগমে
নিছক অবহেলিত আজ সৃষ্টির অতল রহস্য উদ্ভাবনের হাতে ।
অবক্ষয়ের সাক্ষী আমি যুগান্তরের নিয়তির নিত্য কাছে ডাকে
বিদ্রোহী আমার অঙ্গপ্রত্যঙ্গের উৎস্খলিত আবদার প্রকৃতির মাঝে।
অপেক্ষায় এক নতুন জন্ম নেওয়ার প্রলয়কালের বেড়াজাল ধংসলীলা অতিক্রম করে ।