দোহাই আর দিও না ব্যাথা,
কথাগুলো যেনো আজ শজারুর কাঁটা।
প্রকাশ্যে ব্যারিকেড আজ যত দেখি,
আঁধারে আজানা প্রেম দেয় নিজেকে ফাঁকি।
বৃষ্টির জলে স্বপ্ন ছিলো মনে ভাসার প্রবণতা..
অভিমানে নিজেকে অহংকারে মিথ্যে ঢাকা।
মনের সীমাবদ্ধতা মিছে করছে খেলা,
আপন হৃদয় জুড়ে মিথ্যায় নিয়ে বাঁচা।
শুধু দেখে ভ্রাম্যমাণ ভ্রান্তির পথ ভুলে হাঁটা,
রোবট ভিশন চোখে প্রেম অতল জলে।
সমাধ্বিস্থ পৃথিবীর সকল সত্যে আজ ভাঁটা,
ভাসে জীবন মিথ্যা প্রতিশ্রুতির ফলে।