প্রভাতে নিদ্রাভঙ্গ প্রভাকরের সোর্নালীতে
চিত্ত রাতের মৃঙ্গাঙ্কের জোৎস্না দেখে।
আকার নিরাকার সাধনায় মানুষ মরে,
পৃথিবীর ইতিহাস দৈনিক কলঙ্ক মাখে।
পূনঃজন্ম জানি না কতবার আসে,
অবলম্বন সবার এক পথে হাঁটে।
সৃষ্টির সাধনায় ভালোবাসা রাঙে,
তবু রাস্তায় পড়ে থাকা পাথরের ঢেলা।
ঝালোড় মাথায় মহানতার লীলা,
সর্বত্রই দেখি অন্ধ ধর্মান্ধতার ব্যথা।
মানুষের নেই বর্ণের জাতের প্রভেদ,
রক্তের নেই হরিৎ গৈরিক ভেদ।
যখন বুকের হৃদপিন্ড কাটে,
হরিৎ গৈরিক বসন সেই লাল রঙে মেশে ।
স্বার্থলোভে হাসে দখলদার,
মহান ধর্মের সব হাবিলদার।
মুক্তির পথে হাঁটতে গেলে,
সৃষ্টিকে প্রাণে ভালোবাসতে হবে ।
মানুষের ধর্মতো মনুষ্যত্বের সাধনায়,
আজ দরকার আদি সত্য জানাবার।
যা শুধু আছে প্রভাকর কাছে,
আর মৃঙ্গাঙ্কের চিত্তের মাঝে।