পৃথিবীর চোখে বিদ্যুৎতের ঝলক,
গ্লোবের যুদ্ধ এখন মাঠের চমক।
সব জাতীয় সঙ্গীতের অভিবাদন,
উচ্ছাসের বল দেখতে সব জনগন।
আজ পতাকা উড়ছে পেরেস্ত্রোইকা সফল,
বার্লিনের পতাকাও এখন মস্কোয় সবল।
ভাঙেনি কিছুই ইউনিয়নের মানসিকতা
কেজিবি এখনো সংরক্ষিত নাশকতা ।
মিডফিল্ডার গুলো অনেক সুদৃঢ় মাঠে,
গোলকিপার লেভ ইয়াসিন দাঁড়িয়ে।
হোয়াইট হাউস বেজিং এখনো তাকিয়ে,
লাল বাহিনীর পৃথিবীর বুকে-
ভাতৃত্বের অঙ্গীকারে ফুটবলের মাঠে।