সেদিনের কালো ধোঁয়ার সকাল,
চারিদিকে ছিলো শান্তির আকাশ।
পুলিসের হুইসেলের সিস,
বাতাসে ছিল ঈশ্বরের চুম্বনে বিষ।
কান্নার শব্দ বাতাসে ভেসে আসে,
ধর্মের নামে অবাঞ্ছিত সন্ত্রাসীদের গুলি চলে।
নিরীহ মানুষের প্রাণ নিতে সব মাতে,
ঈশ্বরের চুম্বনে বিষ ঝরে পড়ে।
কোন প্রবঞ্চনা নিঃশ্বাসে ভাসে,
আতঙ্কে মানুষ দিন গোনে।
প্রাণের ভয়ে মিথ্যা ছোটাছুটি,
ঈশ্বরের দিয়েছেন বিষ ওদের মনে।
অন্ধকারে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে,
নিষ্প্রাণ মৃতদেহ সামনে পড়ে থাকে।
আকুতি মিনতি কত মানুষের ছিল,
ঈশ্বরের সন্তানদের নিঃশ্বাসে বিষ ছিল।
আজ প্রশ্নগুলো সবাই খোঁজে,
ঈশ্বর তো শুধু ভালবাসা বোঝে।
তবু কেন ঈশ্বরের সন্তানেরা,
ভালোবাসা ভুলে ঈশ্বরের চুম্বনে
রক্তিমতার বিষ বপন করে।