কতদিন তোমাকে দেখিনি,
ওই ঘন কালো মেঘের আড়ালে তোমার
আগমন বার্তার রেশ আগেও পেয়েছি বহুবার,
তবু প্রতীক্ষারত আমি কখন আসবে তুমি।
কখন অনুভব করবো তোমার ওই
এক মিষ্টি গন্ধের শীতল স্পর্শ,
বাহিরে চমকানো ব্জ্রনাদ শুনে
মনে হয় এসেছ,এবার আমার মন প্রান
দেহ শীতল করবে তোমার ওই বারি বর্ষণ ।
ছুটে ছাদে চলে যাই,দেখি যদি
টবে রাখা গাছ গুলোর তৃষ্ণা মিটেছে কিনা
সবাই তো ছিলো তোমার অপেক্ষায়,
তবুও তুমি এলে না রাতভর,তোমার
আগমন বার্তার চলে প্রতিক্ষা,চোখে ঘুমও চলে আসে।
হঠাৎ শুনি ভোরে টিপটিপ আওয়াজ,
ছুটে যাই তোমায় দেখতে ঘুম ভাঙাতে,
তখন তুমি পরিশ্রান্ত,
সারারাতের ঝড়ঝড় মুখরিত শব্দে
তুমি তোমার স্মেহময় শীতলতা দিয়েছ,
পদ্ম আর শালুক পাতায় দেখি তোমার অবশিষ্ঠ ।
ভেজা পায়রার ডানা ঝাপটা, সারসের ডোবাতে ভেজা,
ছোট্ট হাসের তার মায়ের সাথে জলক্রিরা,
আবার কচি কাঁচাদের হুল্লোড়,
সব নিয়ে দেখি তোমার আনন্দ ধারায় বহিছে এই ভুবনে।
নতুন ভাবে ভাবতে শুরু করেছে সবাই
করবে শুরু জমি যোতার কাজ
আগামী দিনের ফলন তোমার কৃপায় এই
পাশের শুকিয়ে যাওয়া নদীর আবার পূর্ণ জন্মলাভ
কূয়ো পাড়ে ভিড় জমেছে সবার তখন
মনে পড়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি তুমি কোন অপরূপ সৃষ্টি
তুমি সত্যি হারিয়ে যাওয়া অপরূপ সৃষ্টি।