রাতের নিস্তব্ধতা,
খানখান করা গতিময়তা।
নতুন প্রজন্মের দ্রুততা,
শুনশান পথে প্রতিযোগিতা।
মনে অনিয়মের হাওয়া,
বেপরোয়া উৎশৃঙ্খলতা।
অন্ধত্বের জগতে হাঁটা,
নিয়মের ব্যতিক্রমী হওয়া।
নিজেকে ভাবা পরাক্রমশালী,
মটরসাইকেলের জারিজুরি।
খেয়ালী হাওয়ার বেগে চলা,
জীবনের গতিপথে স্তব্ধতা দেখা।
ব্রীজের ওপরে নীচে অবচেতনে,
সমান্তরাল রেখার তাচ্ছিলে..
মটরসাইকেল আছড়ে পরে,
মৃত্যুর হুশিয়ার অমান্য করে।
ক্ষনিকের অবিবেচকের হাসি,
আজ আনন্দ করলো আজ মাটি।
প্রিয়জনের চোখের জলের ফোঁটা,
আপনকে স্মৃতির পাতায় রাখা।