অনেকদিন কেটে গেছে,
একটা প্রস্তরখন্ড বুকে জমে আছে ।
কতদিন দেখেছি প্রকৃতির ছন্নছাড়া উন্মাদনা !
নীল সমুদ্র শুকিয়েছে,ঝড় উঠেছে,
রৌদ্র এক লহমায় আগুন জ্বালিয়েছে...
পথে হাঁটতে গিয়ে বুকে কাঁটায় রক্ত ঝরেছে..
দক্ষিণের হাওয়া মনে শুকনো পাতা উড়িয়েছে।
বন্য হতে হয়েছে শ্রেষ্ঠাকে এই জঙ্গলের রাজত্বে !
এখন কালচক্রের সর্পিল গতি আর নেই,
ধাবমান কলিতে মার্জার ক্রমবর্ধমান নিঃশ্বাসে।
পৃথিবীতে গড়ে উঠছে সম্পর্কে অবিশ্বাস,
সহস্র লোচন প্রাপ্তি এখন এক ভ্রাম্যমাণ ইতিহাস।
তবু বিশ্বাস আছে,
তাই মনে এক চিমটে তেলে প্রদীপ জ্বালিয়ে আছি..
রোজ এই ছোট্ট তুলসী মঞ্চে শঙ্খ নিনাদ দিতে দেখেছি।
প্রশ্ন মনে একটাই ,
সব প্রস্তরখন্ড কি অহল্যার মতোন পুণ্য ভাগ্যবতী হয় ?
হয়তো এই সভ্যতার বিকাশের সাথে-
একদিন হারিয়েও যায় !
©® সংরক্ষিত