আজ তোমার দিন
কত না বলা কথার সৃষ্টি করার দিন
স্রষ্টা তো তোমার অনেক ছিল
মনের কথা,প্রানের কথা
বলা নিয়ে তোমার শুরু।
আমরা তো শুধুই তোমায় ভালোবেসে ছিলাম
পূজারী সব তোমার পূজায় মেতে ছিলো
জেনেছি তোমায় বেদ পূরাণ থেকে
মহাকাব্যের তোমার রচনা পড়ে।
যুগ যুগে শুধুই তোমার নানা কথা
ভালোবাসা কিম্বা প্রকৃতির জীবন সত্য কথা
কখনো তোমায় দেখেছি গোলাপের রঙে
কখনো বা জূঁই রজনীর বেলের মজলিসে।
পেয়েছি আনন্দের অপরিসীম ভালোবাসা
কখনো দেখি তোমায় কবি জয়দেবের গানে,
কখনো তোমায় শুনেছি কবিগানের আসরে
কখনো তোমায় নিয়ে লালন তার সৃষ্টি রচে
কথাও বা তুমি বিশ্বকবির ধ্যানে।
তাই তো তুমি অমর মোদের কাছে
দীপ জ্বেলে যাও তোমার বরণ কালে।
কবি সব তোমায় নিয়ে সাজে
তুমি সাজাও কবিকে পাঠকের মাঝে ।