আমি এসেছি আবার তোমাদের মনে
রঙ মাখাতে,কিছুক্ষন তোমাদের সব
কিছু ভুলিয়ে দুহাত দিয়ে সবার মন রাঙাতে।
শুধু যে লাল নিয়ে মেতে ছিলে এতদিন
একটু গেরুয়া আর নীল সাদা সবুজের
না হয় মাখলে গায়ে রঙ ।
জাত যাবে না,ধর্ম যাবে না,
যাবে শুধু গ্নানি সেদিনের কালো রাতের।
যে রাতে মাটির নীচে শুয়ে থাকা লোক গুলোর কঙ্কাল,
পরিজনেরা খুঁজে পায়নি কোনদিন।
যেদিন তাপসীরা লুন্ঠিত হয়ে জ্বলেছিল
তপ্ত আগুনে অগ্নি শিখায়।
মাটির মানুষ সব পথে নেমে বিদ্রোহ ঝড় তুলেছিল
আর বলেছিল আমরা আছি আর থাকবো।
পরিবর্তন তো রঙের ধর্ম
তাই সেটাই করেছিল মা মাটির সব মানুষেরা ।
কাজটা কঠিন ছিলো আর নির্ভীক ছিলেন সবাই,
শুরু হয়েছিল নতুন পথে পথ চলা ।
পথের দাবী ছিলো অসীম আনন্দ
আজ গেরুয়ার গোরধা,লালের প্রহসন আর
ধূলাগড়ে লুকনো নীল সাদার স্তব্ধ কথা
কাহিনী রোজ হচ্ছে পরিবর্তনের নতুন দুনিয়ায়
থাক না সে সব কথা আজ।
সবেতেই সেই রক্তের রঙ, শুধু ক্ষমতা দখলের লড়াই,
তাই আজ এসো সবাই রঙ নিয়ে খেলি
যেখানে থাকবে না আর ওই রক্তের কলঙ্কিত দাগ ।
বেঁচে থাকবে শুধু প্রেমের ভাষা আর একরাশ ভালোবাসা
এই লাল নীল সবুজের মেলায়
থাকবে শুধু নিস্পাপ খেলা।
এই আকাশে আমার মুক্তি রঙের আনন্দমেলায় ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যা
কলিকাতা