আমি মানুষ হতে চেয়েছিলাম যে মা
প্রাচীনের ওই বেড়াজাল থেকে নিজেকে
একটু আলাদা করে নতুন করে খুঁজে পেতে চেয়েছিলাম‌ ।

ভোরের পাখি গুলোর মতো তাই তো
উড়ে গিয়েছিলাম অজানা আকাশে
রামধনুর ওই সপ্ত রঙে নিজেকে ভাসাতে।
ভেবেছিলাম তোমার সন্ধ‍্যাদীপ দেবার আগে
ঠিক ফিরে আসবো আপন বাসাতে প্রদীপের আলো দেখে।

হোক না যত পথে ঝড়,বৃষ্টি
আর নতুন করে অন্ধকার পারবে না আমায় হারিয়ে দিতে।
পুরানো দিনের পাওয়া যত সংষ্কার,ভাবনা আশা
সব ফেলে নতুন দলে গা ভাসিয়েছিলাম
কিছু নতুন কিছু আদব কায়দা শিখে নিতে ।

মাঝপথে উঠলো ঝড় নতুন্তের ছোঁয়ায়
হারিয়ে গেল হঠাৎ সেই সন্ধ‍্যা প্রদীপের আলো
মেকী দুনিয়ার আলোয় যে চোখ আজ
অন্ধকারে কালো।

দেখি না আর সেই পলাশ, চাঁপার ডালি
পাই না আর শ্বেত পদ্ম আর শালুকের ভেসে থাকা হাসি।
আজ আমি নতুনের চাপে নিষ্পেসিত
যেন সব কিছু আমার ওই সফেদ মনে
বারুদ ঠেসে দেওয়া ।

নিমিষে ফেটে উঠবে একটু আগুনের অপেক্ষায়
কে দেবে ওই আগুন হয়তো নতুনদের
কেউ নাকি পুরানোদের কেউ
জানি না তবে এটা জেনেছি পুড়তে হবে
এই নতুন করে খোঁজার খেলায়।

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা