তুমি কত দিনের না জানা রহস্যরময়ী
যার অনন্ত হ্নদয় শুধু দেয় প্রাণ ঢেলে শুধু
ভালোবাসা।

আসহনীয় যন্ত্রনা সহ্য করেও তুমি ছিলে
আমার প্রথম আলো দেখাবার পথ
কখনো তুমি সেই কোমল হাতে চন্দনে  
আমার মস্তকে ফোঁটা এঁকে মনে করিয়ে
দাও মাতৃতের অঙ্গীকার ।

জন্মের সার্থকতা দেখি তোমার নিঃসার্থ্য  প্রতিপালনে
কাল,সমাজ কারো কাছে তুমি হার না নির্ভীক এক অতি মানবী
তুমি কখনো ছিলে সীতা,দ্রোপদী বা কখনো আমাদের খনা
কখনো বা তুমি কুন্তী অথবা গান্ধারী
আবার তুমি সকলের দেবী দুর্গতনাশিনী ।

তুমি এসেছিলে, তুমি চলেও যাবে কোনদিন
দিয়ে যাবে খালি একরাশ ভালোবাসার মধুর
স্বপ্নের দিন ।

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা