সারি সারি বন্দুক নিয়ে সেনা চলেছিল রাজপথে
যেন হাজারে হাজারে মানুষ সেলাম করে তারে ।
বিজয় নেশা তখন আগুন জ্বালায় দেশে
মারবো, না হয় মরবো, পণ সবার মনে ।
বিশাল মিছিলের সজ্জা দেখতে জমেছিল ভীড়,
মহামানবের এ যেন মহান উৎসবের দিন
উন্নতির মাপ তো এটাই সব দেশ বলে
মরনাস্ত্র নিয়ে বেচা কেনার খেলা দেশের বাজারে চলে ।
বৃদ্বা, শিশু, যুবক সবাই ছিল দর্শকে
করতালী আর মিছে হাসির প্রলেপ মুখে,
এ যেন এক অজানা আনন্দ সবার সমাগমে।
বীরত্ত্ব দেখায় আপন সমর সঙ্গমে
ধংসলীলার হিসাব কী হবে নিয়ে
কবে এই মৃত্যু মিছিল শেষ হবে ।
সেদিন রাতে অন্ধকারে শিশুর ক্রন্দন শোনা গেল ।
অভুক্ত আর দ্রারিদ্রতা রোজ চারিপাশে
বিনা চিকিৎসায় আজও কত মরে
মুক্ত আকাশের নীচে রাত্রীযাপণ করে।
মানবজাতির এই কী উন্নতির শোপান,
সব দেশ ছোটে কেন ওই ধংসলীলায় মেতে ?
সব জেনে এক ভুল ক্ষমতার লোভে,
তবু কেন পাঠ পড়ায় শিশুকালে?
লোভে পাপ,পাপে মৃত্যু জেনে।
রাজা যেথা ছোটে বিনাশের তরে,
প্রজা কি করবে আপন বিনাশ জেনে।
সঞ্জয় কুমার মুখোপাধায়
কলকাতা