আজ মজিল মোর মন,মান ভঞ্জনে,
রাধিকা রানী কৃষ্ণ ভজেন মনে
কি ছিল উপায়, তব তৃষ্ণা জাগে মনে
নীরবতা আজ ভাঙিয়া প্রেম মম অন্তরে যে কাঁদে ।
নয়ন মুদিত মোর তব রূপের প্রকাশ তরে
দেখিতে নাহি পেয়ে বিরহ সহিতে না পেরে,
রাধে ক্রন্দনরত কৃষ্ণ কৃষ্ণ বলে ।
কৃষ্ণ কহেন প্রিয়ে চাহিয়া দেখ মোরে
যেথা তুমি চাহ দেখিতে পাবে মোরে
আমি যে বিরাজিত তোমার মনের অন্তরে ।
রাধে বিনা কৃষ্ণ অধরা একথা যেন সবে,
কালের অধরা আমি শুধু বন্দি তোমার প্রেমে
রাধে কহেন প্রেম যেথা করেছ মোরে
তবে বিবাহ কর কেন রুক্মিনী তরে ?
শ্রীকৃষ্ণ কহেন রুক্মিনী মোর অর্ধাঙ্গিনী জেনো,
তুমি মোর অর্ধাঙ্গ হে হরি প্রিয়ে ।
রাধা বিনা কৃষ্ণ নাহি ভজে।
জয় শ্রীরাধে ।
সঞ্জয় কুমার