গহন স্বপনে মন মন্দিরে
চেয়েছি তোমায় বন্দিতে
আমার প্রাণের অতল সাগরে
লুকায় রেখেছি তোমায় অন্তরে।
উপাসিত তুমি মম চিত্তে
নিবিষ্ট মোর জীয়ন স্পন্দনে
জোয়ার আনিছ মোর হৃদয় জুড়িয়া
তব কৃপা বর্ষিত মোর মস্তকে।
মনমুগ্ধ ওই রূপের ছটায়
নেত্র যখন দিক খুঁজে পায়
মস্তক নত করে তোমায় প্রণাম জানাই অন্তরে ।
ব্যথিত হৃদয়ের গভীরতা পায়
শান্তি প্লাবিত তব করুনাধারায়
তোমার আসন বিরাজিত আজি
মোর সকল সুখের সৃষ্টিধারায় ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
9831840196