আজ বলি এক মহামানবের প্রেমের অমরকথা
জীবন যুদ্ধ হার মেনেছিল,যার সংগ্রামের ইতিকথা।
অমঙ্গ,চৌলাকে নিয়ে দীনা মাঝি ছোট্ট এক ঘর।
দারিদ্রতার কষ্ট নিয়ে দীনা মাঝির ভালোবাসা ছিলো অমর।
অমঙ্গের ভালোবাসা দেয় দীনা মাঝির জীবনের বেঁচে থাকার মানে।
অনেক কিছু নিয়ে ছিল তাদের ভালো লাগার জীবন গানে ।
দুঃখ,কষ্ট,মান,অভিমান নিয়ে ছিল বেঁচে থাকার তাদের জীয়ন,
হঠাৎ করে জীবনে এলো এক কালো মেঘের অশনি ক্ষন।
অমঙ্গ যে আজ রোগ শয়নে, মাঝির মিথ্যা প্রহর গোনা
এক লহমায় শেষ হলো মাঝির ভালোবাসার ছোঁয়া ,
নিষ্ঠুর রোগ নিয়ে গেল অমঙ্গের ভালোবাসা ।
সব হারা দীনা মাঝির চোখে জলের বানভাসি নামে
অমঙ্গের শব নিয়ে দীনা সবারে কাকুতি মিনতি করে,
কোনও দয়াবান যদি তারে পৌঁছে দেয় দাহ সংস্কারে।
শেষ রক্ষা হয় যাতে মাঝির জীবনের সাতপাঁকের ।
কেউ আসে নি শেষরক্ষায় দীনার মুখ চেয়ে,বানভাসি চোখে দীনা নিরবে চৌলাকে দেখে ।
পিতা পুত্রী দেহ নিয়ে দীর্ঘ পথ পরিক্রমা,ভালোবাসার আবেগ নিয়ে রচে নতুন অমরকথা ।
প্রেমের কাহিনী অনেক পড়েছেন হে গুণী মহামানব গণ
আত্মহারা ভালোবাসার এমন পাবে কোথায় নিদর্শন ।
নতুন যুগের মানুষ মোরা হে দীনা মাঝি,
তোমার প্রেমের কাহিনী যেনু মোরা নতুন করে বাঁচি,
এক লহমায় মুছিয়ে দিলে তুমি মোদের পরাধীনতার গ্লানি ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬