তুমি আমার প্রানের শহর,তুমি তিলোত্তমা
তোমার স্পন্দনে মনে জাগে ভালোবাসার ছোঁয়া
দিনের শুরুর প্রাণোচ্ছল,তুমি রাতের পরী
বহু কষ্ট আর লাঞ্ছনার তুমি যুগের প্রতীক ।  

কত ইতিহাস তোমার নিয়ে গল্পের মালা গাঁথে
মানুষ আর ভালোবাসা নিয়ে তোমার গতি চলে
আনন্দের শহর তুমি, তুমি প্রথম প্রেমের সাথী ।

তিনশো বারো বৎসরে শেষে অনেক কথা সবার মনে
তোমার জন্ম যে সাবর্ণদের তিনটি গ্রাম নিয়ে
সুতানটি,গোবিন্দপুর কালিকাতা মিলে
তুমি আমার প্রানের শহর তুমি কোলকাতা ।

২৪ শে আগাস্ট ১৬৯০ নিমতা ঘাটের কাছে
গোরা এক সাহেব এসেছিলেন তোমার জনক রুপে
জব চারনক যার নাম ইতিহাস বলে ।
আজ যখন তোমায় দেখি দুই নয়ন মেলে
তুমি আছো নব রুপে সবার প্রানের মাঝে
তুমি মোদের প্রাণের শহর কোলকাতা ।

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কোলকাতা