সে দিন হঠাৎ চলার পথে, তোমায় দেখতে পাওয়া
একটি বার আবার নুতুন করে লুকনো চোখে চাওয়া
মন যে ছিল বহু দিনের লুকিয়ে থাকা ব্যাথা
অনেক ভেবে ডেকে উঠি তোমায়- কবিতা বলে ।
দিনের শেষে গোধূলি বেলার সেই অল্প হাসির ঝিলিক
করে ওঠে আবার মনে রামধনুর নানা রঙের খেলা
ভুলে ছিলাম তোমায় রাতের অন্ধকারে কত দিনে
যেমন কালো আঁধারে মেঘ ঢাকে চাঁদের আলোর ছটা ।
কবিতা, তুমি কাব্যের কাছে এলে কেন
না দেখার কষ্ট বাড়িয়ে দিলে জেনও
বিহঙ্গও তো ছোটে অগ্নিশিখার কাছে
তুমি কি আবার আগুন জ্বালিয়ে দেবে মনের মাঝে ।
গরম চায়ের পেয়ালা যখন তুমি দিলে
মনে পড়ে যায়,পুড়ানো দিনের মেঘে ঢাকার কথা
বুকে যে আমার অনেক চাঁপা বেদনা ভরা গাঁথা
পড়ে নিলাম তোমার চোখের প্রীতিটি অতীতের ভাষা ।
গোপন মনের সিন্দুকের ছুঁয়ে যায় না জানা,অনেক ব্যাথা
যে অনুভব করি আমার মনের এদিকের অন্তরালে
সেই অনুভব তোমার হৃদয় মাঝে যে লুকিয়ে থাকে
তাই আজ দেরী হলেও করি এই অঙ্গীকার ।
প্রকৃত ভালোবাসা হয় একবার,চিরকাল
আজ মোদের হয়ে গেছে অনেক দেরী
হারিয়ে গেছে ফেলে আশা মধুর দিনগুলি ।
তাই থাকুক শুধু বেঁচে নিজেরদের গোপন মনে
এখন যে ভালবাসা সবই নিয়েছে নতুনে কেড়ে
পুরনো রঙ নতুন রঙ যেমন মোছে
হোক না মোদের সুপ্ত প্রেম বন্ধু রূপে ।
জীবনে যাদের আপন করেছি মোরা নতুন প্রেমে
সুপ্ত প্রেম যে করেছি দান তাদের ভালোবেসে ।
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০৯৬