ভিক্ষুকের পরিবারে সেদিন খিদের জ্বালা
এক দৈন্য দুটো খেতে দেবে বলে ভিক্ষুকের দ্বারে,
বিহবল রিক্ত দৃষ্টিতে চোখে শূন্যতা নিয়ে ক্লান্তি তার চোখে,
দ্বিপ্রহরে শূন্য ঝুপড়িতে নেই তৃপ্তির আহার
আছে শুধুমাত্র ভিক্ষা পাত্রের দান বাবুদের অনুদান
ছিলো স্ত্রী পুত্রের খিদের জ্বালা আর অভিমান
দিলো তবু উজাড় করে মানবতার অভিঙ্গান
দৈন্যের চোখে খুঁজে পাই শান্তির ভাষা
ভিক্ষুকের মনের অন্তরে আসে প্রশান্তি তৃপ্তির পরিভাষা
বিবেকে জেগে থাকে মানবতার ভালোবাসা ।