চারিদিকে বিষাক্ত কালো ধোঁয়ার জেগে ওঠা,
আগুনের গোলার অগ্নুৎপাতের বর্বরতা।
চোখে অশ্রুজলে সাগরের ব‌ইছে ধারা..
মাতৃত্ব দেখে বঞ্চনার ইতিকথা।
শিশুদের দেহগুলো পুড়িয়ে,
বারুদের গন্ধে মেতেছে..
দুই শক্তিধর,
রাষ্ট্র।

সিরিয়ায়,
মহাপ্রলয় ডেকেছে,
দুই বলয় শক্তির প্রদর্শন কে হবে সেরা ?
অস্ত্রের ভান্ডার প্রয়োগে উজার করা প্রেম,
দিয়েছে পৃথিবীতে পরিচয় রক্তাক্ত দেহগুলো।
সিরিয়ার নিহত শিশুগুলো হলো বঞ্চিত সব প্রেমে..
শুধু সাক্ষী ইতিহাসে নির্মম ক্ষমতার অপব্যাবহারে।