সমুদ্রের পাড়ে ঢেউয়ের কলোরব,
শব্দগুলোতে মনের ক্ষোভ বিতৃষ্ণা সব।
ক্যাকটাসের কাঁটা যেন মনে দংশন করে,
জলের মধ্যে দেখেছিলাম অমৃতধারা।
আজ অমৃতধারায় দেখি গরলে ভরা,
ঢেউগুলো উপছে নরম জমির পাড়ে।
গরল ভরা ঔরস নরম মাটি কামড়ে ধরে,
অনিচ্ছাকৃত অভিশাপ মাটিতে নেমে আসে।
গরল ঢেলে স্রোত আবার জলধিতে গিয়ে মেশে,
অভিশপ্ত মাটিতে চাষের বপন বীজে।
পিপাসা মিটেছে গরলের বাসনার মনে,
সহস্র বাসনার চোখ সমুদ্র দেখে।
কেউ অমৃতের খোঁজে কেউ গরলে মেশে,
তৃষ্ণার জলে অমৃত গরল মিলে মিশে।
অমৃতের চাষের ফলনে জীবন দেখে,
অভিশপ্ত গরলের ফল চির পরিসম্পাতি পথে।