যখন সন্ধ্যা আকাশে ওই ঝলমলে আলো স্ফুলিঙ্গিত হয়
উজ্জ্বল রঙের চমক ছড়ায়, দ্রুত আমার মনের আঙিনায় ।

নির্মলতার সুগন্ধও খেলে,শুধু তোমার ছোট্ট ওই মুখমণ্ডলে
গভীর লুকনো দুঃখ তোমার মনের অন্তরালে,সত্যি গল্প বলে ।

পুরনো দিনের জীবনের দুঃখ যত,ভুলে যাই এই বিশেষ দিনে
ওই দিনে উপভোগ করি,তোমার পচ্ছন্দের স্পর্শ প্রথম কেকের   কামড়ে।

ওই সেই দিন ছিল,যে দিন আমরা পেয়েছিলাম তোমায় খুঁজে,
হয়েছিল মোদের জীবনের মানে

দিনটি হল তোমার শুভজন্মদিন,আমরা করি অঙ্গীকার এই দিনে ।

থাকব তোমার সাথে চিরজীবন তোমার সকল পদক্ষেপে ।

শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়
কলিকাতা
৯৮৩১৮৪০১৯৬

কবিতাটি আসলে ইংলিশে লিখেছিলাম অনেক ইচ্ছাতে বাংলাতে লিখলাম।

http://www.bangla-kobita.com/sanjukolm/poem20131104052155


http://sanjukolm.blogspot.in/2013_11_01_archive.html