আজি বৈশাখে তোমার জন্মদিনে
প্রণাম তোমার চরণ দুটি ধরে ।
ছোটবেলা কাটে তোমার কিশলয়ে
সহজ পাঠের,ছোট গল্প পড়ে ।
তোমার সৃষ্টি পড়ে যৌবনের সকল ভালোবাসা
দিয়েছ তুমি অন্ধকার মনে নতুন দিকের আশা ।
তুমি সূর্য, আলোকিত করো দেশ ও দশের বানী
তোমার পথের পথিক সবাই হে অমর কবি ।
বাংলা আর বাঙালি কে দিয়েছ পরিচয়
জাতি ধর্ম ভুলে সবে করেছে বিশ্বজয় ।
ভাব সাগরে কাণ্ডাড়ী তুমি সকল লেখনীতে
ভাসি তোমার চেতনা দিয়ে ছোটো নদীর পারে ।
বিশ্বকবি তুমি সকলের প্রাণের অন্তরে
গুরু শ্রেষ্ঠ আজও সবাই তোমার বন্দনা করে ।