কামনা তুমি তো ছিলে আমার ভালোবাসার প্রথম প্রকাশ,
শৈশবের সেই প্রথম দেখা থেকে আজ কৈশোরের প্রাপ্তকালে,
তুমি আমার হৃদয়ের মাঝে অন্ধকারে এক আশার আলোর প্রকাশ ।
যা কিছু ভালো দেখেছি তোমার,মনের অন্তরালে লুকিয়ে রেখে
কামনার অঙ্গিকারে পাবো বলে,বাসনা ছিল না মনে ।
অতৃপ্ত যা কিছু পাওয়ার আশা,প্রত্যহ আমার মনকে বলে,
আগামী দিনের তোমায় আবার পাওয়ার কামনা কথা ।
যেন তোমাকে ঘিরে আমার ছোট্ট জগত সম্পূর্ণ হবে,
যত অতৃপ্ত,অভিমানের ও আবেগের আজ অন্ত হবে।
ইতিহাস বলে কামনা তুমি যুগে যুগে দিয়েছ সৃষ্টির রসদ,
গড়েছ নিরাশার মাঝে আশার কত খেলাঘর,
তোমাকে নিয়ে যখন জেগেছে বাসনা,মনে গরল বাসা বাঁধে,
কিছু না পাওয়া মনে উঠে এক দুর্বিষহ জ্বালা,দুঃখের ঝড়,
আবার কোথাও জীবনে সফল হওয়ার অনধিকার বলে ।
কামনা তো ছিল শুধু ভালোবাসার এক প্রতীক্ষা
কিন্তু বাসনা যে জন্ম দিয়েছে অধর্মের পাপ,
রচেছে মহাকাব্য,সমাপন হয়েছিলো সব অভিসম্পাত
কামনা হল ভালোবাসার আলো,বাসনা তো চিরকাল মিথ্যা ।
বাসনা শুধুই ধংস করে, কামনা তো আনে ভালোবাসা,
তাই কামনা প্রতিষ্ঠা পায়,যেন ধর্ম কামনায় আজ ।